ইতিহাসকে ধূর্ত বলিয়া-
করোনা ইতিহাসের অসম্মান,
ইতিহাসের মধ্যেই রহিয়াছে-
মনীষীদের গুণগাণ।
সিরাজউদ্দৌলা, তিতুমীর-
ইতিহাসের পাতায় পাতায়,
মনে মনে বলি-
এদের ইতিহাস পড়ে,
অযথা সময় নষ্ট করি।
হতে চাই নজরুল, রবীন্দ্র-
পড়েনি কখনো তাদের জীবন বৃত্তান্ত।
ইতিহাসকে ধূর্ত বলিয়া-
করোনা ইতিহাসের অসম্মান,
ইতিহাসের মধ্যেই রহিয়াছে-
আমার পূর্বপুরুষের গুণগাণ।