বাবা তুমি নেই,
রয়ে গেছে তোমার স্মৃতি;
মনে পড়ে তোমায় বড়,
বিশেষ বিশেষ রাত্রি।
মনে পড়ে বাবা সোনালী স্মৃতি!
ডাক দিতে তুমি মধ্যরাত্রি;
খেতে যে বলতে তুমি,
গরম গরম লুচি-জিলাপি।
মনে পড়ে বাবা সেই স্মৃতি!
আমায় নিয়ে বাজারে যেতে তুমি;
দু-পয়সা বাঁচানোর জন্য,
করতে কত দর কষা-কষি।
মনে পড়ে বাবা,
কাকডাকা ভোর!
বেরিয়ে পড়তে মাঠের পানে,
হাতে একটা কাস্তে নিয়ে।
সেই স্মৃতিগুলো বাবা-
আজও পড়ে মনে!
ভুলিতে পারিনা কোন মতে,
মাঝে মাঝে কাঁদি তাই রাতের আঁধারে।