"সে"
সে কথা বলে খুব,
যৌক্তিক বা অযৌক্তিক;
কখনও শুনেছো বা শোনোনি।
মন একটা আছে,
তবে জটিল বা সহজ;
জানি যাচাই করেছ বা হয়নি।।
মেশা তার স্বভাব,
সেটা ক্ষণিকের বা দীর্ঘস্থায়ী;
তবে সেটা যৌগিক বা মৌলিক।
সে বোঝে হাসির মূল্য,
কিছুটা অনুভবে বা কিছু সুপ্ত;
সবাই জানে তবে,অল্পের অধিক।।