গ্রীষ্মের দাবদাহ ঘরে,বাইরে রাতের সৌন্দর্য;
পোলের মাথায় চাঁদ,একটা দুটো তিনটে।
গাছের ডানা চামড় দোলায়, রাত্রিনিশীথে;
তাই জ্বলে আর নেভে,তারার নকল করে;
গাছের নি:শ্বাস বড়ো ঠাণ্ডা, আভাসের ঘ্রাণ;
আমি বঞ্চিত সৌভাগ্যে,ঘুরন্ত ফ্যানে চেয়ে।
শান্তির ব্যাঘাত ঘটায়,ঘড়ির সদা ব্যাস্ত কাঁটা;
ঘুম পাড়ানি শব্দ নয়,তবে রাত কাবারের হাতছানি।
এই প্রথম সকালের জন্ম দেখা,অদ্ভুত মায়াময়;
পুরো দৃশ্যটা আত্মস্থ হলেই,কবিতা চিত্র হয়।
একটি ঘুমের বিনিময়ে,উপভোগ করেছি রাত;
রাত যার,জগৎ গভীর,গোপনীয়,নিশ্চুপ ইঙ্গিত।
©আশুতোষ