আমি যেন মিশুকে নই,দেখলেই বোঝা যায়।
প্রতীকি গলা কাঁপা,চোখ নামার উপক্রম্যতায়।।
মুখ চেনাদের এড়ানো স্বভাব,অল্প হলেও দৃশ্যমান।
দৃশ্যপটে ক্যাকটাস আমি,তবে ব্লেডে রাখা প্রাণ।।
সময় অসময়ের বিনা হিসেবেই,হাসি মুখে রেখেছি।
টুকটাক কথার প্রসঙ্গে, কৃত্রিমতায় ছন্দ গড়েছি।।
একটু হাসির কারণ হতে,এটুকুতো করা যায়।
কেউ বলে ভুল আমি, নিষেধের যুক্তি দেখায়।।
হোকনা সে জোর করেই, অনিচ্ছার বুকে নিরাশা।
একদিন সব অভ্যাসে দাঁড়ায়, ইচ্ছায় ডোবে আশা।।