ভালোবাসা নাম আছে তার
কর্মেতে নাই বালাই,
কোন সে আশার ভালোবাসায়
বলছে তারা পালাই।
কোন সে মোহ আকড়ে ধরে
বাচতে তারা চায়,
ভালোবাসা মুখের বুলি
আদৌ কি তা পায় ?
ধুত্তুরি ছাই ঝকমকে রোদ
লাগছেনা আর ভালো,
চাদের আলো নিভিয়ে কেন
কুপির প্রদিপ জ্বালো।
দিন কতক আর গেল সোনাই
ভাবনা দিচ্ছে হানা,
হাল জমানার এই ফ্যাশনে
জীবন হয়নি জানা।
ঘুড়ছে চাকা চলছে গাড়ি
কোথায় তাহার স্টেশন,
আস্তাকুড়ের শেষ লাইনে
রইল তাদের নিমন্ত্রন।