দুঃখ যারা ভাংতে পারে
তাদের কথা কই গো আমি
তাদের পথেই রই।

দূর সীমানা ছুইতে পারে
এমন মানুষ কই গো আমার
আশায় চেয়ে রই।

মন ভাংলেও হাসতে পারে
রইলে লুকায় কই গো তুমি
স্বপ্ন দেখে রই ।

জাতের মায়া ছাড়তে পারে
জীবন বৃথা কইগো তোমার
মনটা দিয়ে রই।