কী একটা গোপন ভাবনার ভেতরে তুমি হারিয়ে যাও কৈশোরে।
ছুটে যাও দিগদিগন্ত ছাড়িয়ে কোনো পুরোনো বর্ষার ছুটির দিনে।
মাঠে খেলা করতো কিশোরেরা।বর্ষায় ভিজতো ওরা।
কী অদ্ভুত, তাইনা?
আমরা হারিয়ে ফেলেছি আমাদের জলমাতাল সমতল ভূমিকে।
শীতের ভেতরে আমরা আজও উষ্ণতা খু্ঁজি।
নদীতে যখন ভরা যৌবন তখন আমাদের পরিচয় এক রাষ্ট্রহীন উপত্যকায়।