রক্ত!
হ্যাঁ, রক্ত!
রক্তের রং লাল।
রক্তে রক্তে রঞ্জিত প্রাণ
রক্তে রক্তে আর্তনাদের গান
রক্তে রক্তে উন্মাদনা আর__
শোষকের বন্দুকের সম্মুখে
বুক চিতিয়ে দাঁড়ানো
লক্ষ লক্ষ নিরস্ত্র আবু সাঈদের স্লোগান
"বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর"।
রক্ত!
হ্যাঁ, রক্ত!
রক্তের রং লাল।
রক্তে রক্তে বিবর্ন সবুজের মায়াভরা ক্যাম্পাস
নিষ্পাপ ফুল, প্রজাপতি ও পাখিদের আত্মচিৎকার।
রক্তে রক্তে মিছিলের ডাক "জাগো বাহে কোন্ঠে সবাই"
রক্তে রক্তে "Justice delayed is justice denied"
রক্তে রক্তে ভারি হয় আকাশ বাতাস প্রকম্পিত বহিরবিশ্বও আজ
আর কত, আর কত, আর কত রক্ত চাই হে রক্তচোষা হায়নার কালো হাত?
রক্ত!
হ্যাঁ, রক্ত!
রক্তের রং লাল।
স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও জনগণ পরাধীন আজ
কামার-কুলে, মজুর-মুটে, কৃষক-তাঁতি ও আমার আপনার
আমজনতার অর্থে কেনা বুলেট দেখ বিঁধছে অনায়াসে।
মুগ্ধরাও বিমুগ্ধ চিত্তে হতবাক ঘাতকের হিংস্র আক্রমণে।
তবে,
তবে কে পড়বে সৈয়দ হকের লেখা 'আমার পরিচয়'
'আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি'
কোথায় এসে দাঁড়াবে "পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের"?
কোন ইতিহাস?
কিসের ইতিহাস?
১৯৭১ নাকি ২০২৪ ?
রক্ত!
হ্যাঁ, রক্ত!
রক্তের রং লাল।
রক্তে রক্তে রক্তের গানে বিজয় মিছিল
অথবা লাল সবুজের পতাকা মোড়ানো লাশ
সাতশ একর ছাড়িয়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইল;
জীবন সে তো এক বিভীষিকার নাম।
ঘটুক এবার গণঅভ্যুত্থান।।
রক্ত!
হ্যাঁ, রক্ত!
রক্তের রং লাল।।