অন্ধকার।
যেদিকে তাকাই
সেদিকেই অন্ধকার।
পৃথিবীর আদিম আলোও নিভে যায় ক্লান্তির দীর্ঘশ্বাসে।

নীলের মাঝে সাদা মেঘগুলোও
ক্রমশ দূরে সরে যায়,
ঘনীভূত হতে শুধুই ঘোর অন্ধকার।
পাখিরাও আজ আর ডাকেনা,
নীড়ে ফিরবার যাতনা তাকে শুধু তাড়া করে বেড়ায়।
বৃক্ষের সজীবতাও হ্রাস পেয়েছে কোন অলীক কল্পনায়।
পরিশ্রমী পিপীলিকার তাতে বিন্দু মাত্র মন নেই;
তার শুধুই বেঁচে থাকার বাঁচা।
এই বৃষ্টি নামলো বলে,
ঝড় আসলো বলে।

বৃষ্টি,
ঝড়,
জলোচ্ছ্বাস
বয়ে গেলো অন্ধকার পৃথিবীর তরে
কিন্তু নিরেট বোকা মানুষটি নিজেকে
একটুও সংবরণ করার চেষ্টাটুকুও করলো না।

অতঃপর,
ভেসে গেল প্রকৃতির বানে;
নতুন আশা উদ্দীপনায়,
জীবনের সকল রসদকে উপেক্ষা করে
এক নতুন জীবনে।।