নির্মগ্ন
নদীর স্রোতের মতো
ভেসে যাওয়া অন্তরের
প্রবাহিত জলের প্রপাত।
ভাসছে
কচুরিপানার ফুল,
মেঘের গালিচাভর্তি প্রবাস বেদনা
সিক্ত হয়ে উথলে উঠছে অন্তরীক্ষে।
তোমার
মনের প্রাচীরের রুদ্ধ দ্বার
বদ্ধ হয়ে গেছে
শাপলা ফুলের বরষায়;
এখন শুধুই
চৈত্রের প্রখরতার
অপেক্ষা।।