চোখ কখনো মিথ্যা বলে না ৷
হৃদয়েশ্বরী এতো প্রেমে পড়েছে—
আমি তার উল্লাস দেখেছি ৷
ঐ মেঠোপথে দুরন্তপনা ৷
অব্যক্ত কথাগুলোর জন্য তীব্র আকুতি ৷
কখনো দুঃসাহসিকতা ৷
অপলক চাহনির গহীনে সহস্রাব্দের নীরবতা ।
কি যেনো শত জিজ্ঞাসা?
বালুকাময় সমুদ্র সৈকতে অনুরাগ দেখেছি ৷
কখনো তার অপরূপ সৌন্দর্যের মহিমা ৷
জ্যোৎস্না রাতে পূর্ণিমা চাঁদের সাথে গোপন অভিসার ৷
বিরহের নৃশংস দাবানলে দগ্ধ হৃদয়ের হাহাকার ।
সভ্যতা নির্মাণে অগ্রণী ভূমিকা দেখেছি ৷
আবার কখনো স্পর্ধিত অহংকার ।
কিংবা পরাজয়ের গ্লানিকর মুখচ্ছবি ।
তবুও, তার অদম্য পথচলা ।
দূরে, বহুদূরে…
এক অজানা নৈঃশব্দের জগতে ।
তবে কি, সে অপরাজিতা?
প্রেয়সী’র নম্র স্পর্শে উষ্ণ রক্তে উত্তাল ঢেউ উঠে ৷
তার প্রাণস্পন্দন আমার সত্তাকে নাড়া দেয় ।
এক স্বর্গীয় অনুভূতি ।
শাশ্বত ভালোবাসা ৷