অপার নীল আকাশ ৷
সাদা মেঘগুলো নীলিমায় মিলিয়ে যায় ৷
পূর্ণিমার চাঁদ নেমে আসে সমুদ্রে স্নান করতে ৷
এদের মধ্যে কি যেনো নিবিড় আলাপন ৷
দূর দিগন্ত চেয়ে দেখে আর লাজুক হাসে ৷
জোয়ার-ভাটার শাশ্বত রূপ প্রকৃতিকে প্রাণসঞ্চার করে ৷
সমুদ্রকে ধারণ করা জমিনে তোলপাড় সৃষ্টি হয় ৷
মানুষের মনে রঙ, পরিবেশে পরিবর্তন এবং কতো কি…
কিন্তু আকাশ ও জমিনের মাঝে রয়েছে বিশাল পার্থক্য ৷
তবুও তারা দিগন্তে মিশে যায় ৷
প্রকৃতির এ এক অপরূপ সৌন্দর্য ও মুগ্ধতা ৷
তবে কি, আকাশ ও জমিন কখনো দিগন্তে মিলিত হয়?
হয়তো তাই মনে হয় ৷
অবশ্য না, এটি মানুষের ভুল ধারণা ৷
তারপরও, মানুষ এমন একটি ভুল বিশ্বাসকে ধারণ করে ৷
ছুটে বেরায় দিগন্তের পিছনে ৷৷