তীব্র খরার নির্মমতা!
তবে কি, পরম সৃষ্টিকর্তার অসন্তুষ্টি?
অনাথ কিশোরীর সুখের হাসিটুকু বন্ধকী রয়েছে ক্ষুধা ও দারিদ্র্যের কাছে ।
হতাশার মেঘে ঢাকা মুখ ।
জন্মভিটের মতোই চৌচির প্রত্যাশার স্বপ্নগুলো ।
প্রকৃতির কাছে সে নিদারুণ অসহায় ।
হতে পারে, হালচাষের গরুটি তার শেষ সম্বল ।
তবুও, নিঃস্ব জীবনে বেঁচে থাকার তীব্র লড়াই ।
এ জন্ম যে- অভিশাপ ।
অনিশ্চিতভাবে চেয়ে থাকে দিগন্ত জুড়ে ।
নিষ্পাপ চোখে সীমাহীন হাহাকার!
কি যেনো, শত জিজ্ঞাসা—
বিধাতার কাছে, না কি তার সৃষ্টির কাছে?
না কি, নিয়তির কাছে পরাজয়?