দূর, বহুদূর…
হোক না— শত, হাজার, লক্ষ কিংবা কোটি মাইল দূরত্ব ।
আকাশতো একটাই ।
এ অপার আকাশের রঙ নীল ।
নীলিমায় মিশে আছে তোমার-আমার নীল ভালোবাসা এবং স্বপ্নগুলো ।
আলোর গতির চেয়েও বেশি চোখের পলকের গতি ।  
তোমার সংস্পর্শে আসি ।
নীল চোখের চাহনির গভীরতা অনুভব করি ।
এক ঐন্দ্রজালিক প্রসন্নতা ।
আমার অস্তিত্ব জুড়ে তোমার উপস্থিতি ।
যেখানে সুদীপ্ত ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয় গড়ে ওঠে ।
তোমার অনুপ্রেরণা আত্মবিশ্বাসকে শাণিত করে ।  
আমাদের অগ্রযাত্রাই দ্যুতিময় পথ দেখাবে আগামী প্রজন্মকে ।
জ্যোৎস্না রাতে দুই জনে হাত ধরে হেঁটে যাই মায়াবী সৈকতে ।
এক ফালি পূর্ণিমা চাঁদ ।
নম্র আলোর ঝলক নিয়ে ঝাঁপিয়ে পড়ে সমুদ্রের বিস্তীর্ণ জলরাশিতে ।
নয়ন ভরে দেখি তাদের শাশ্বত ভালোবাসার উচ্ছ্বাস ।