পাখিরও ভাষা আছে ৷
মায়ের কাছ থেকে যেটি সে উত্তরাধিকারসূত্রে পেয়েছে ৷
তার প্রাণের স্পন্দন ৷
অদৃশ্য ঐশ্বরিক শক্তি ৷
তবে, আমি পাখির ভাষা বুঝিনা ৷
কি আছে তার মধুর কণ্ঠে?
যা এক অজানা আকর্ষণে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাই ৷
উতলা মনের আকাশে রঙধনু উদয় হয় ৷
অনুপ্রেরণার অপার উৎস ৷
পাখি প্রকৃতির অনুপম সৌন্দর্য ৷
তাকে আকণ্ঠ ভাবি, বুঝতে চেষ্টা করি ৷
সম্পর্ক স্থাপন, ভালোবাসা ও নিবিড় আলাপনের অভিলাষ জাগে ৷
মুক্ত বলাকার সাথে পাল্লা দিয়ে উড়ে নীলিমায় মিশে যেতে মন চায় ৷
তার মনের গহীনে জমে থাকা কথাগুলো কানপেঁতে শুনতে চাই ৷
কিন্তু, পারি না ৷
এ এক নিদারুণ মর্মব্যথা!
আমাকে কষ্ট দেয় ৷
তবুও, তার ভাষা ও সত্তাকে হৃদয় দিয়ে অনুভব করি ৷
যেখানে রয়েছে পরম শান্তি এবং স্বর্গসুখ ৷