দিনের আলোয় দুঃখ গুলা শুকিয়ে যায়,
দিন তো কাটে বেশ!!!
রাতের বেলা শিশির ছোঁয়ায় ফিরে পায়
দুঃখ গুলা ছড়িয়ে পরে মনের আবেশ!
ঝিঁঝিঁ পোকার গান শুনি,
ছাদে বসে তাঁরা গুনি
আহা! দুঃখ যদি কমে;
দুঃখ যদি ভুলে।
আমার ডাকে সাড়া দিয়ে
চাঁদ বলে" কি চাস তুই?"
পাগল মনে বলে উঠি
"আমি না! সুখ চাই না।
আমি চাই দুঃখ গুলারে ভুইলা থাকতে।"