একটা সময় ছিলো যখন নিজেকে নিয়ে ভাবতাম না
এখন প্রায় ভুলেই গেছি কিভাবে বাঁচতে হয়?
চোখের নিচের ডার্ক সার্কেল বলে নিজের জন্য বাঁচ,
অঝোরে চোখের পানি বলে নিজের জন্য বাঁচতে শিখ
অগোছালো চুল নিয়ে আয়নার সামনে দাঁড়ালে
ভেতরটা কাঁপতে কাঁপতে বলে মনটা শক্ত কর,
ঠিক তখনই সব ভুলে আবার তোমাতে হারায়
কারণ হয়তো জন্মই হয়েছে তোমার জন্য বাঁচতে
এখনতো তুমি আর আমার নেই, ফিরানো সম্ভব নয়।
যখন সব ভুলে নিজেকে নতুন করে বাঁচাতে চাই
পরক্ষনেই তোমার স্মৃতি গুলো আমাকে ফিরিয়ে আনে
চাইলেও আর নিজের জন্য বাঁচতে পারি না।
কিন্তু সব শেষে তুমিও কি-না বললে সব ভুলে ,
নিজের কথা ভাবো এবং নিজের জন্য বাঁচতে শিখো।