তোমাকে হারিয়ে করেছি না পাওয়ার আফসোস
কিন্তু সত্যি বলতে যে আফসোসে রয়েছে তোমার স্মৃতি,
স্মৃতি জড়িত দুঃখ যখন তোমার কথা মনে করিয়ে দেয়
তৈরি করে বুকের বাঁ পাশে সূক্ষ্ম ব্যাথা, চোখের জল,
সেই আফসোস আমি জনমভর করতে পারি।
কারণ এটা আফসোস হলেও মনে করিয়ে দেয় তোমায়
তোমাকে না পাওয়ার আফসোসের প্রতিটি পলকের,
প্রতিটি অশ্রু ফোঁটায় ভেজা পাপরী হয়ে রয়েছো তুমি
দুনিয়ার সমস্ত আনন্দ, সমস্ত সুখ পাইলেও
হারাবে না তোমাকে না পাওয়ার আফসোস।
তুমি আমার রাতের শেষ প্রহরের নিঃশ্বাসের
জোৎস্নার আড়ালে লুকিয়ে থাকা আফসোস।