তোমার মায়ায় আসক্ত
তোমার ছোঁয়ায় প্রশান্ত,
তোমার নামে কাব্য লিখি
শেষ ভালোবাসার সীমান্ত।

হৃদয়ে আছে অনেক কথা
বলতে গেলে নাহি পারি,
তোমার পানে চেয়ে থাকি
আহ‌!কি অপরূপ নারী।
  
তোমায় নিয়ে স্বপ্ন গুলো
মনের মাঝে আঁকড়ে রাখি
তোমায় ভেবে, তোমায় দেখে
মুগ্ধ মোর হৃদয়ের আঁখি।

তোমায় দেখে তৃষ্ণা মিটে
দিও প্রেমের হাত ছানি,
তুমি আমার মনের সেই
কাঠগোলাপ রাণী।