প্রকৃতির বিরল পরিবেশে
লুকিয়ে আছে আমার নিস্তব্ধতা
পাখির সেই সুমধুর কন্ঠে
যেন এক বিবৃতিকর বিলাসিতা।

সাগরের গর্জন, পাহাড়ের নির্জনে
হার মেনে যায় আমার অপরাজিতা।
সুর্যের সেই তির্যক আলোতে
আমার কষ্টের সিথিলতা।

অপ্রিতীকর মেঘের ভেলায়
হারিয়ে যায় জীবনের লাটাই।