দূর হতে বহু দূর
পথ চলি সুমধুর।
ইসলামের পথে
মিলে জান্নাতি হুর।
নামাজে পাবে তুমি
আত্মীক প্রশান্তি।
দূর করে মন থেকে
ক্লেশ আর ক্লান্তি।
প্রভুর প্রেমে ব্রত হয়ে
ইবাদতে মশগুল ।
তবেই তোমার হৃদয়ে
ফোটবে শুভ্রতার ফুল।
দুনিয়া ক্ষণস্থায়ী,
আখিরাতই ঠিকানা।
সততার ফলস্বরূপ
জান্নাত হবে দানা।
আঁধার জীবন ঘুচিয়ে
আলো আনে ইমানে।
জীবনটাকে বিলিয়ে দাও
প্রভুর মহা কোরআনে।
অহংকার কাটিয়ে
নম্রতার দাও স্থান।
জীবন গড়ার সঠিক পথ
ইসলামের মহীয়ান।