সীমারেখা
-----------
আজ ক'দিন হলো লেখালেখি লাগে না
ভালো,কেন এ মনে বিমর্ষ এত বিষ!
চারিদিকে ঐ মৃত্যুর খবরের শিস্
উচ্চ স্বরে, কোথাও মুক্তি মেলে না।
মানুষের এই জন্মের যাত্রা কত
দূর? শেষ নেই এই আমৃত্যুর ভয়
কত নাম জপে ভয় তবু কত রয়!
এই তো বিপদ ভারি কত রয় শত।
সীমিত এই যে চিন্তা,দৃষ্টি,স্মৃতি
বইয়ের অক্ষরে যা পেলাম দেখা,
এই নিয়ে কত গাওয়া প্রাণের গীতি
মনের গভীর থেকে ওঠে সীমারেখা।
ঐ দূরে যাওয়া মানুষেরা কয় কথা
অজান্তে কি কথায় মনে ওঠে ব্যথা।