অচেনা তারে
-----------
নিরব নিবিড় রাত্রির কোলে
মানুষেরা ঘুমিয়ে গেছে
ঝিঁঝিঁ পোকা তখনও জেগে আছে
শিয়ালের শরীরে পৌষের শীত
হাঁকে ডাকে,
কুকুর তখন ঘুমিয়ে গেছে;
কার কথা তখন মনে হলো
এক ঝলকের তরে!
এক বার যদিও  মনে পড়ে
তারপর বার বার ভুলি তারে।