নক্ষত্রের ওপারে
------------------
এখন নক্ষত্রের আকাশ
মানুষের চোখে ঘুম,
অন্ধকারে জীবনের স্বাদ খোঁজে যাদের হৃদয়
তারা কোথায়!
সে সব অপূর্ণ জীবনের উচ্ছ্বাস,
আবেগ, ভালবাসা, আশা
আর রহিয়াছে পড়ে না বলা ব্যথা
অথচ আমাদের মনে জমেছে অনেক কথা,
অনেক মানুষের স্মৃতি আজ বুকের ভেতর
তাদের মুখের সুনিপণ সৃষ্টির সৌন্দর্য
দৃষ্টির ভিতরে কেটে যায় দাগ
সে সব মানুষের তরে আজ আর নেই কোন রাগ।
আজ শুধু তাদের স্মৃতির ঘরে শূণ্যতার ভিতর
তাদের চলা পথ
তাদের দেখা নীলাকাশ
তাদের গভীর শ্বাসে বিভোল সেই বাতাস
এত সব রয়ে গেছে পৃথিবীতে ;
তাই আজ এই রাতে আলোক বর্ষের ওপারে
নিরিবিলি জগৎ তোমাদের
এপারে দূরদেশে আমরা আছি
রাতের অবাক স্বপ্নের ঘুমে
অথবা রাত জেগে অনেক স্বপ্ন এঁকে;
অথচ কি অদ্ভুত!
তোমাকে আর তোমাদের বেশ গেছি ভুলে!