নিঃশব্দের ওপারে
----------------
এরপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে
তাকালাম আষাঢ়ের মেঘের দিকে
অনেক মানুষের মুখের ছায়া পড়েছে নিঃশব্দের ওপারে,
চেনা-অচেনা কত মানুষ এখানে এশহরে আসা-যাওয়া করে,আসবে কত---
তারপর মেঘ আসবে শতশত রূপ নিয়ে,আল্পনা ছাওয়া পশ্চিম দিগন্তের কোলে
অনেক দিন- অনেক দিন গেলে!
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে
আর পাবো না ফিরে
এই শহর,ঐ গ্রাম,ঐ সব আয়োজন
উন্মত্ত মানুষের প্রয়োজনে তৈরী হয় যত বৈভব, দালান,সম্পদ আরও
কথিত কৃতিত্বের বয়ান ঘোষিত হয় যা লোক সমাচারে;
দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেখিব কত!
সব কিছু মিশিতেছে কালের কোলে
আমি তাই ভাবিতেছি একলা ব'লে
একেলা একেলা শুধু বিজন দিনের ছায়া ফেলে
দেখিব কত ক্ষণ এই সব জীবনের মানে
মানুষ,পাখি,গাছ,নদী,পর্বত,গুহা,সমুদ্র
ছড়াতেছে দীর্ঘশ্বাস মাটিতে মিশবে জেনে,
তারপর আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেলে
তাকালাম আষাঢ়ের মেঘের দিকে
অনেক মানুষের মুখের ছায়া পড়েছে নিঃশব্দের ওপারে বহুদিন ধরে।