মৃত্যুর রং
---------
অনেক রং এর আকাশ দেখেছে এ চোখ
সূর্যাস্তের রং দেখেছে পশ্চিমাকাশে,
এ হৃদয় গেয়েছে গান তবে তা বিষাদের।
এই আশৈশব অনিবার্য মৃত্যুর চিন্তা আর
হারানোর বেদনা দিয়েছে জীবনের বিস্বাদ ও বিস্ময়,
জীবনতো আসলেই বিস্মৃত বিস্ময়
সীমিত সময়
আর একাকী একাকীত্বের নিশ্চিত
সুরকার ;
করুণ সুরের সে গান
একাকী রাত এলে অথবা নি:সঙ্গ ক্ষণে
শুনতে বাধ্য করে আমায়,
আমাকে শুধু নয়
প্রত্যেকের এই ব্যথা নিতে হয়,
নিতে হয় বলে মৃত্যুর রং একদিন বোঝা যায়
কুয়াসা ভোরের পরে
শীতে বিপর্যস্ত সকাল যেমন সূর্যহীন থাকে
তেমনি সে ধূসর রঙে অনিবার্য আসে
মৃত্যুর আগমনে জীবনের শেষে
বিবশ রং এর তাকেই মেনে নিতে হয় অবশেষে।