খোকার ঘুম
----------
এমন রক্তহীন শরীরে জননী তুমিই পারো কেবল মমতার হাত বুলাতে,
এমন মুখে,চোখে,চুলের গভীর অন্ধকারে তোমার আঙুল বিলিকাটে ঠিক যেমন রাতের ঘরে ঘুমানোর প্রস্তুতির পর্বে; আজ খোকার প্রস্তুতি নেই।আগেই ঘুমিয়ে পড়েছে।
নি:শব্দের মত এ ঘুুম এসেছে
সমস্ত বাংলাদেশ জুড়ে
আদালত চত্বর থেকে রাজপথের মিছিলে
সবাই ঘুমায় আজ;
ঘুমন্ত মিছিলে নেই কোন আন্দোলন।
তবে তুমি বুঝেছো মা বলে
কারণ খোকার হৃৎস্পন্দন তুমি প্রথম বুঝেছিলে
কত পথ পাড়ি দিয়ে তোমার জঠরে আহা!
আজ আবার কত পথ পাড়ি দিয়ে গেল
তুমিই দেখলে তাকিয়ে অবাক বিষ্ময়ে
খোকার অনন্ত ঘুমের দেশ
অবাক করা ঘুমের বেশ।