একজন সাধারণ মানুষের উক্তি
---------------------------
"বাংলাদেশে
নরম মাঠে নরম ঘাসে
রক্তের মত লাল কাক এসে
ঠুকরে খায় আমার খোকার চোখের ঘুম,
অনেক দিনের এদেশে
বহুদিন ভালো ঘুম নেই
আমারো চোখে,
চোখ বুজলেই দু:স্বপ্নের মাঝে
বাস্তবতার মত তাড়া করে
জ্যান্ত শকুন আসে
পুরোনো শকুন;
মাংশ ছিঁড়ে খায়।
এখানে সব দূ:স্বপ্নই বাস্তব
সব বাস্তবই দূ:স্বপ্ন;
শকুন আর রক্তের মত লাল কাক
চারিদিকে কিলবিল করে"
কোন এক সাধারণ মানুষ
অসাধারণ ভঙ্গিতে বসে
বলছিল ঐ কথা গুলো।
এখনো আমার কানে
ক্রমাগত বাজছে কথাগুলো
প্রলয়ংকারী সিঙ্গার ফুকের মত,
বাজছে শুধু বাজছে------
ইস্রাফিলের সিঙ্গার মত
বাজছে শুধু বাজছে-------
সিঙ্গার আওয়াজ
ক্রমাগত বাড়ছে, বেড়েই চলেছে
বাজছে আর বাজছে প্রলয়ংকারী আওয়াজ.......