বহুরূপী
-----------
এখন মেঘের আকাশ বহুরূপী যেন
শ্রাবণের ধারা বহিছে নিরুপিত কালে ম্লান আলো জ্বেলে,সে সব মানুষের ছায়া
ফিরে ফিরে কেন
আসে!
মনের সুশোভিত কালে
থাকে বিহ্বলে--সীমাহীন রাত্রির মত কালো যেন জমিছে বহুকাল বহুদিনে,
নর-নারীর সমাজ আর সংসারে
বিলুপ্ত সভ্যতার মত চাপা পড়ে আছে
বহুতলে,রহস্যময় ভালোবাসা সব হয়ে নিরব;
কালের গোপন কক্ষপথ ভাসিয়ে নিয়েছে রথ
নিদারুন কালে---
এ আকাশ,এ নর,ঐ নারী,বিমোহিত আত্নার অনুচর,
জীবনের বহু রঙ মিটিমিটি জ্বলে,
পৃথিবীর ভু-ত্বকে রবে ভালোবাসাহীন মৃত্যুর ঘর!
জানি এ সব প্রেম-ভালোবাসা কুকুর-বিড়াল কিংবা
অবোলা প্রাণীরও আছে,
আমাদের ভালোবাসা থাকে বিশ্বাসে,
আকাশের অনেক রঙ
নক্ষত্রের অনেক কথা
জীবনের অনেক জিজ্ঞাসা
না বলা ব্যথা;ক্ষত সব সেরে যায় জোনাকির আলোয়
নেহায়েত যৌবনের গান পড়ে আছে অতুল সময়ে হাসে তার মত করে,
আমাদের ভালোবাসা বিরহের পরে,
জীবনের অনেক রঙ
মাটির অনেক ব্যথা
কেবলি নিতেছে কোলে তার
বিষন্ন সংশয় কেবলি বিলাপের রাত
নিশ্চয় মানুষ বড়ই একা,
মেঘের অনেক রঙ
আকাশের অনেক রূপ
জীবনের অনেক ব্যথা
এত দিনে-- দিন মনে সীমাহীন সুমিষ্ট অপারগতা
তোমার অভাবের সেই ব্যথা
কাউকে না বলা সব কথা,
সংসার সীমান্তে বিকীর্ণ সংশয় মেশানো সব চাওয়া-পাওয়ার নিষ্ঠুর বাস্তবতা;
পৃথিবীর অনেক রঙ বহুরূপী নিরাবতা,
শুধুই নিরাবতা,অসাড় নিস্তব্ধতা।