এখনও চলেছে রাত
-------------------
এখনও চলেছে রাত
অনেক রাত্রির দেশে
নিরব জোছনার আলোয়
স্মৃতি-ছিন্ন ভালোবাসা বুঝে
অনুভূত প্রেম নিপুণ মরণের ঘরে
বোঝে সে এ সব সত্য নয়
দুদিনের প্রয়োজন হবে,
হয়তো বা প্রয়োজন বলে
তোমার আমার চেনা মনে ভালোবাসা হলে
দিন যায় এভাবে আরও দু'দশ জনের যেভাবে চলে;
আমাদেরও চলে যায় শতাব্দীর অন্ধকার মোহে
প্রেম আর ভালোবাসা দু দিন দুদিন ধরে
চলুক না এ সব নিত্য তপ্ত ধ্যানের মত রপ্ত করে
চলুক না এ সব সময়ের প্রয়োজনে
আয়ুর সূর্যটার থেকে  খরা রোদ পেয়ে
পৃথিবীর ক্লোরোফিল নামুক না ফের চোখের পরে
তবু দেখি হারায় সব সময়ের ফ্যারে,
আমি সে সব সালে কালে হারিয়ে যাই
নস্টালজিয়ার স্বাদ পেয়ে এমনি করে,
এ জীবন নত চাঁদ শান্ত স্নিগ্ধ মরণের আলো
এ জীবন ভুলে না থাকা শৈশব অপূর্ব ভালো
এ জীবন কৈশরের চিন্তার খোরাক
এ জীবন যৌবনের উত্তাল ঢেউয়ের হাঁক
এ জীবন পৌঢ়ের দর্শণ ময়
এ জীবন বৃদ্ধের স্মৃতিময় সমাধীর চিন্তন জয়,
এ জীবন ভালো স্মৃতি,সংকল্প রাত্রির প্রলেপ
দূর নক্ষত্রের অয়োময় আলোক বর্ষ
অনেক রাত্রির ভীড়ে রাত্রির যাত্রা শুধু
ক্ষণিক কালের সীমা পেরিয়ে থাকা অসীমের দিকে
নিরুদ্দেশ যাত্রার মত
অসমাপ্ত ছোট গল্পের লেশ যেন
একি অনুভব!
এ কি যাতনা!
এ কি জীবনের নেশা মরণে থামে!