এখন একাকী আমরা
-------------------
এখানে একাকী আমি,আমরা, নি:সঙ্গ সবাই
নিবিড় নিরাবতার কাব্য আমাদের সান্ত্বনা--
আমার বুকে পিঠে আস্তিনের নিচে বেঁধে আছে সময়ের প্রবাহমান অধীরতা তবুও
যেখানে আমার হৃদপিণ্ড সেখানেও
সেখানে একটু জমাট রক্ত এ সময়ের বলে মনে হয়
অনেক মানুষের নিরবতার মত
কষ্ট মুখ, চাপা কথা, অধীর আগ্রহ মুক্তির,বেভোল অপলক দৃষ্টি,কখনও অবনত মুখের মত এই জমাট রক্ত,
শত- সহস্র মানুষের উপমায় একাকী রয়;
হে পবিত্র নি:সঙ্গতা, তোমাকে সালাম জানাই।
হে একাকীত্ব,নিভৃতচারী সত্ত্বা
তোমার ভিতরে জন্ম নিতেছে ধীরে ধীরে
অনেক মানুষের স্লোগান-বিদ্রোহ-দাবী আদায়ের জন্য মরণপণ লড়াইয়ের প্রস্তুতি;
কখন আসবে নিরাবতা ভেঙে বিজয়
সেই অপেক্ষায় নিরাবতা
সেই অপেক্ষায় নি:সঙ্গচারীনি কবিতা
কবিতার মধ্যে তাই আজ জাতির শক্তি জমছে প্রতিটি অক্ষর বির্বতনের মত,প্রতিটি শব্দ উচ্চারণের শক্তির মত,প্রতিটি বাক্যে অসংখ্য উপমার মত
আবেগে দ্রোহে মানুষ জাগবে,
অনেক দিন জেলের অন্ধকারে যেমন কবিতা অর্থহীন
বাজারের পন্যদ্রব্যের দামে যেমন কবিতা ম্লান-ম্রিয়মান
তেমনি রাষ্ট্র যন্ত্রে নিয়োজিত শক্তি যখন দানব হয়
তখন কেবলি কবিতার দরকার হয়
কাব্য তখন শক্তি,শক্তির উত্তোরণ;
ঝাঁঝালো মিছিলের ছন্দ,উত্তাপ বিষ্ফোরণ,
তার আগে প্রস্তুতির এ পর্বে একাকীত্ব,নি:সঙ্গতা,নিরবতার কাব্যই শক্তির তিল-তিল সঞ্চয়,
যেমন দাবানলের আগে শুষ্ক শুকনো পাতা ভরা বন
ভয়ে থাকে এই ঘষর্ণের অপেক্ষায়
যেন সে জ্বলে যাবে এই ভয়ে
সে ভয় আমরাই ছড়াতেছি,ছড়াতে চায়।
নিরাবতাই কাব্য,কাব্যই শক্তি,শক্তিই মুক্তি,মুক্তিই আগামী দিনের সুরের স্নোগান,জিঞ্জির ভাঙার গান,
আজ বহুদূর নেই জয়ের অপেক্ষায়
আমরা একাকী হয়ে বন্দী হয়েছি
যেন অথৈ সাগরে সিন্দাবাদের ঘাড়ে
একচোখা দৈত্যের আশ্রয়
দৈত্যের বধ করার এটাই পূর্ব প্রস্তুতি
ভেঙে পড়ার নেই সময়।