এখানে দেখার কিছু নেই আমার
----------------------------
ভোরের ম্লান আলো এলো এইখানে
মানুষের কর্মজগতে,
তারপর বিস্তারিত পাঠ করলাম  মানব শরীর বিজ্ঞান
কিছুটা পাঠ করেছি ঐ মাথার উপরের নীলিমাকেও
আর এ নিচের উষ্ণ মাটিকে যা শীতে তীব্র শীতল হয়;
মাঝে বাতাসের সাথে করেছি প্রতিদিন বন্ধুত্ব
নাকের ভিতরে, ফুসফুসে, রক্তে, কোষ-কলায় যার অধিবাস।
এরপর মানুষের সাথে হয়নি তেমন আলাপচারিতা
খুব প্রয়োজনে যতটুকু হয়---
এখন এ সব মানুষের দেশে সাতচল্লিশের কথা পড়ি,
আরো পড়ি সিপাহী বিদ্রোহ, বঙ্গভঙ্গ, জমিদার দর্পণ;
একাত্তরে রক্তের সাগর পেরোনো
একটা বাংলাদেশ দেখি শৈশবের আগে
মাতৃজঠরে;
তারপর মুক্ত আলোর দেশে দাম দিয়ে কেনা স্বাধীনতার আমি স্বাধীন সন্তান---পাঠ করি স্বাধীনতাকে;
তারপর স্বাপদ সংকুল অরণ্যের গভীরতম অন্ধকারের মত  হলো এই স্বাধীনতা,
শৈশবে হলো না খোঁজা অথবা তেমন কিছু বোঝা;
ক্ষুধা জয়ের কৃষি ফলন
আর মৎস ভান্ডার দেখে প্রফুল্ল হৃদয়
যদিও ফলজ বৃক্ষ আর পশুর হৃদয়
আর মৎসের তাবৎ শরীর জুড়ে কীটনাশক-বিষ,
ভারি ধাতু আর এন্টিবায়োটিক,
তবুও চাপ সামালের এই স্বাধীনতা না মেনে উপায় নেই বলে সবুজের কাছে আমাদের ঋণ অনেক হলো,
ধন্যবাদ পেল বৃক্ষবিজ্ঞানী, সব প্রাণীসম্পদ--
তারপর মানব সম্পদের ভীড় ঠেলে সুরভিত পুষ্পের মত ফুটে থাকল আসাদ,সার্জেন্ট জহুরুল, নুরহোসেন আরও অনেক ফুল---
যদিও স্বপ্নের ভিতর কষ্টকর দূ:স্বপ্ন কাটেনি কারো--
হত্যা,খুন,গুম,বল প্রয়োগ, সম্পদের কাড়াকাড়ি, কালোটাকা আর দূর্নীতি আমাদের অনেকের শোনিতের অভ্যাস;
ক্ষমতা আর টাকার মানই হলো সম্মান
আর একমাত্র মানদন্ড জাতির;
শিক্ষা ভুলুন্ঠিত,স্বাস্থ্য হলো সর্বহারা,
আর বুদ্ধিজীবি নানা ভাবে উঁকি মারে শুধু;তারা যে সুশীল সন্তান!
অথচ  মানচিত্রের চারিদিকে বিকট শত্রুর অনাচার,
আর এই ভু-খন্ডের সীমানার ভিতর দেশজ অনাচারে
বিষাক্ত ক্ষমতার মদ্যপান করেছে তখন তাবৎ ছাবাল
তখনও মিষ্টি কথায় দর্শক ভরা মঞ্চ থেকে মঞ্চ কাঁপলো শুধু বক্তব্যের জোয়ারে
দেশও হলো উজাড়;
রক্তের নতুন খেলায় বাধ্য যখন জাতি,
তখন নিরুপায় মানুষের মত আমার মন
বললো ডেকে,এভাবে আর কতদিন!
ছেলেরা তো মরল, মরল পথচারী,
মরলো অতিসাধারণ  জনগণ,
তখন আমার শরীর জুড়ে বাংলাদেশ নামল,
সীমান্তের কাঁটাতারে আমাদের দেহ ছিঁড়ে গেল; ছিন্ন-বিচ্ছিন্ন----
রক্তাক্ত হলো জাতীয় পতাকার চারিদিক,
লাল সবুজের পতাকা আজ পুরোটাই লাল,
এতসব রক্ত জমেছে এখানে!
বিশাল ভারি হয়েছে পাতাকা, রক্ত- ভারি,
উড়তে পারছে না ঐ পতাকা ঝড়ো বাতাসেও---
সবাই মরে গেছে চাইনিজ কাটা রাইফেলের গুলিতে, শতশত মানুষের সন্তান,হাজার মানুষ,মরেও বেঁচে আছে, আছে হয়ে জিন্দা লাশ ---
চারিদিকে হাহাকার শুধু, বিকট বক্তব্য চারিদিক,
নোংরা কথা বাতাসে ছড়াচ্ছে দূর্গন্ধ বারুদের মত অথবা পঁচা লাশের মত,
এত মৃত্যু আর অনাচারের মাঝে কি দেখবো আর!
এখানে দেখার কিছু নেই আমার।