অনন্ত নীলের মাঝে হাড়ানো স্বপ্নিল ডানা মেলা প্রজাপতি,
আসীম ভালো লাগার সুবৃহত্তম ভালোবাসার সুউচ্চ তম মিনার পেড়িয়ে,
নিরন্তর উড়ে চলে সাধ্যের সন্ধানে।
হতভাগ্যে এই ক্ষুদ্রকায় সমস্ত ব্যাকুলতা ও
নির্মম আকুলতা তোমার সমীপে অর্পিত আমার আরাধ্য,
আমার হৃদয় নিংড়ানো রক্তাভ আবেগ ও নিঃসৃত আবেশ,
চীর রঙিন ও অমলিন সুখের ফোয়ারা
যা তুমি পরিপুর্নতার চাদরে আবৃত করে আমার অন্তরিক্ষে করিয়াছো সুপ্রকাশ।
আমি ধাবমান অমৃত বহমান,
ভালোবাসার ধুসর অববাহিকায় নির্লিপ্ত,
আমার কল্পনার সমস্ত কাব্যে জড়ানো তুমি।
ধরো এই হস্ত যুগল আমার প্রাপ্ত যুগের স্বর্গীয় আত্মার দুরন্ত বাঁধনে,
চিরহরিৎ সভ্যতার হলুদাভ জ্যোৎস্নার কিরণমালায়,
যেওনা হঠাত মৃদু আলস্যে ভুলিয়া আমার বক্ষ চুর্ন করে,
আমার আমিতে লীন হয়ে অন্তঃসার শূন্যে পরিণতিতে।