অন্যের স্মৃতি রোমন্থন নয়
অন্যের স্মৃতি রোমন্থন করো না আর,
আজকের মুক্তিযুদ্ধ তোমার অধিকার।
১৯৭১ নয়, এই মুহূর্তেই লড়াই,
মিথ্যার সেলিব্রেশনে কি পাবে কোনও ঠাঁই?

জাফর ইকবাল টাইপের রূপকথার বাণী,
তোমার হৃদয়ে কি বাঁচাবে জ্বালানি?
তুমি যেই সত্য রিজেক্ট করেছো আজ,
আমরা কৃতজ্ঞ, তোমার সাহসের সাজ।

এই দেশ তোমার, নিয়ে নাও হাতে,
নিজের মতো গড়ো তোমার আস্থা প্রান্তে।
আমাদের থেকে কিছু পাবে না, জেনে রাখ,
তোমার সাহসেই হবে নতুন ইতিহাসের ডাক।

প্রত্যেকে হও শহীদ আবু সাঈদের মতো,
তাঁর নাম শুনে চোখে আসে যে জলতট।
তাঁর আত্মত্যাগে আমরা জানাই সম্মান,
এই পৃথিবী বদলায় সাহসের বিস্ময়মান।

বাটপার আর কবরে শুয়ে থাকা নায়কের দল,
তোমার পথের পাথেয় নয় কোনো কাল।
তোমার দেশ, তোমার নীতি, তোমার স্বপ্ন,
সত্য ও ন্যায় নিয়ে এগিয়ে যাও সম্পূর্ণ।

বাংলাদেশ সবার, হিন্দু-মুসলিম, রাজাকার-নাতি,
মুক্তিযোদ্ধার স্মৃতি, ছাত্রলীগের কণ্ঠরথী।
কেউ স্পেশাল নয়, সবাই আদমসন্তান,
খোদা যাকে চায়, তাঁকেই করে মহান।

ঘৃণার ব্যবসা নয়, ভালোবাসায় থাকো,
মানুষই বদলায়, তোমরা পথ আঁকো।
আল্লাহ ভরসা, সাহস রাখো অন্তরে,
তোমরাই গড়বে দেশ, রাখবে উঁচু করে।

রচনা কালঃ  রাত ৮.০০ মিনিট
২রা ডিসেম্বর বৃহস্পতিবার ২০২৪ খৃষ্টাব্দ
বাংলাদেশ থেকে
© Copyright সংরক্ষিত ®