চাকরির অজুহাত দেখিয়ে আর কতকাল তুমি নিরব থাকবে?
তুমি শয়তানের এতটাই প্রভুভক্ত হয়েছো যে,
তুমি ভুলে গেছো রিযকের মালিক কোনো দেশের প্রধানমন্ত্রী নন,
রিযকের মালিক হলেন আরশের অধিপতি!
আল্লাহ মুমিনদের কাছে
অজুহাতের বিনিময়ে জান্নাত বিক্রি করেননি,
বিক্রি করেছেন তাজা লাল রক্তের বিনিময়ে!
সাহাবায়ে কেরামদের থেকে তোমাদের রক্ত কতটা দামি যে,
তোমরা রাজপথ ছেড়ে মতপার্থক্যের বিভেদ সৃষ্টি করে,
অসহায় আর মাজলুমদের মুক্তির জন্য জীবন উৎসর্গ করছো না!
যারা মিলিয়ন টাকার পাহাড় কেটে গড়েছে
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর উৎসব মিনার।
অথচ কোটি বছরের শ্রেষ্ঠ মানুষ,
মানবতার মুক্তির দ্যুতি ছড়াতে আবির্ভূত একমাত্র মুখপাত্র,
বিশ্বনবী (সাঃ) এর দরুদপাঠেও তাদের অনীহা।
এ জমিন থেকেই যদি তুমি সৃষ্টি হয়ে থাক,
তবে এই জমিন তোমাকে অভিশাপ দেবার পূর্বেই,
তুমি নিরন্নের মুখে আহার্য তুলে দাও।
অসহায় আর নিপীড়িত মানুষের বক্ষ ভেদ করে
যারা নিরবচ্ছিন্ন নির্যাতনের স্টিমরোলার চালিয়ে
সভ্যতার পৃষ্ঠ ক্ষতবিক্ষত করে,
তাদের নিশ্চিহ্ন করতে তিতুমীর আর বখতিয়ার খলজি হতে
কত দেরি তোমাদের??