আবার আমরা কবে উঠব জেগে
আবার আমরা কবে ফাটবো ক্ষোভে
সময়তো হয়েছে জাগার
উত্তাল রাজপথে ফেরার!
একাত্তর.......!
তুমি নিরবে নিভৃতে কাঁদো কেনো??
তোমার বক্ষে ভর করেছে কি বিভত্স হিংস্র দানবেরা???
তাইতো আজ আমি সব থেকে বেশি অনিরাপদ।
নিরাপদ সড়ক নয়
নিরাপদ বাংলাদেশ চাই।
নিরাপদ সড়ক নয়
নিরাপদ গণতন্ত্র চাই।
নিরাপদ সড়ক নয়
নিরাপদ Campus চাই।
নিরাপদ সড়ক নয়
নিরাপদ মাতৃত্ব চাই।
নিরাপদ সড়ক নয়
নিরাপদ সংবিধান চাই।
নিরাপদ সড়ক নয়
নিরাপদ আদালত প্রাংগন চাই।
নিরাপদ সড়ক নয়
নিরাপদ সংসদ ভবনের পরিবেশ চাই।
নিরাপদ সড়ক নয়
বিরোধী দলের সোচ্চার ভুমিকা চাই।
নিরাপদ সড়ক নয়
স্কুলের নিরাপদ বারান্দা চাই।
নিরাপদ সড়ক নয়
ভূমিষ্ঠ শিশুর নিরাপদ প্রোজ্জ্বল হাসি চাই।
নিরাপদ সড়ক নয়
নিরাপদ Electronic Media চাই।
নিরাপদ সড়ক নয়
নিরাপদ Print Media চাই।
নিরাপদ সড়ক নয়
নিরাপদ খাদ্যমুল্যের তালিকা চাই।
নিরাপদ সড়ক নয়
নিরাপদ গভীর রাতের নিদ্রা চাই।
নিরাপদ সড়ক নয়
রাস্ট্র যন্ত্রের পরিপুর্ন স্বচ্ছ্তা চাই।
নিরাপদ ও গুজব মুক্ত সমাজ চাই।
নিরাপদ সড়ক নয়
নিরাপদ নাগরিক জীবনের নিরাপদ জনপথ চাই।
রচনাকালঃ ৫ আগস্ট ২০১৮