জি হ্যা কোভিড-১৯ তোমাকেই বলছি!
প্রথমাংশ
নীরব ঘাতক হয়ে যেদিন তুমি চিনের উহান থেকে
ছড়িয়ে পড়েছ ধীরে ধীরে পৃথিবীর ২২২ টি অস্থি মজ্জায়,
সেদিন থেকে আজাবধি তোমার নৃশংসতা,নির্মমতার
করাল গ্রাসে বিপর্যস্ত অন্তরিন জীবন।
তুমি এসেছো বলে জাতিতে জাতিতে বিভেদ ভুলেছে,
মানুষে মানুষে হিংসা দাঁড়িয়েছে থমকে,
প্রকৃতি ফিরেছে তার আদিম মৌলিকতার সাজসজ্জায়।
স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে অমানবিকতার ধৃষ্টতা।
তোমার জন্য থেমে গেছে আণবিক যুদ্ধ
সমরাস্ত্রের মহড়ায় আর বাজেনা বিউগল,
নুয়ে পড়েছে ইউরোপ,আমেরিকা,আফ্রিকা আর
এশিয়ার অহংকার,অহমিকা আর দম্ভের পারদ।
৪মিলিয়নেরও বেশী মানুষ তুমি পাঠিয়েছো মৃত্যুর দেশে
১৮ কোটীরও বেশী মানুষকে তুমি আক্রমণ করেছো নির্দ্বিধায়।
মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে তুমি ছুঁয়েও দেখছোনা,
এতটা রুঢ় আর হিংস্র কেনো তুমি?
তোমার দয়া,মায়া,ভালোবাসা বলে কিছুই কি নেই?
এতটা দ্রোহ ও পাশবিক প্রেতাত্মা তোমার ভেতর বাহির!
ক্ষণে ক্ষণে রূপ আর খোলস বদলাও,তোমার শরীর
দেখতে পাইনা বলে,আমাদের তুমি নৃশংস করে দেবে?
আর কত আতংক,আর কত অস্থিরতার দ্বায়ী হবে?
বীভৎসতার মাত্রা ছাড়িয়ে আর কত লাশ নেবে?
শুনতে কি পাওনা অন্তরাত্মার ক্রন্দনধনী?
দেখতে কি পাওনা বাতাসের আহাজারি?
দ্বিতীয়াংশ
দেখিয়াছি পলাতক সন্তান, বাবার মৃত লাশের
ব্যবচ্ছেদে ব্যর্থ, আর্তস্বরে ডুকরে ডুকরে কেঁদেছে
নির্জীব মানবতা।
তোমার অদৃশ্য শক্তিমত্তা প্রতিহত করতে শহর গুলোতে
ডিসইনফেক্ট্যান্ট ট্যাঙ্ক আর ঘরে ঘরে বসিয়েছি
হ্যান্ড স্যানিটাইজার।
সাড়া পৃথিবী আজ লকডাউনে,মাসের পর মাস,
কখনো বা সাটডাউনে বেপরোয়া বেঁচে থাকা।
থুবড়ে পড়েছে অর্থনীতির গতিময়তা।
আমরা যুদ্ধ করছি,শুধুমাত্র বেঁচে থাকার
আকুল প্রত্যয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ,মর্টার
গ্রেনেড যে যুদ্ধের দামামায় বাজেনা।
বেঁচে থাকার কি সকরুণ দুঃসহ যন্ত্রণায়
আজো নিশিদিন বুভুক্ষিত জনপদ,
ত্রাণের মিছিল দুর্নিতীবাজদের কালো থাবায় জিম্মি।
যতটা তোমার ভয়ে হিম- শীতল তারও অধিক শংকা
বেঁচে থাকার অপরিসীম ব্যাকুলতা,দারিদ্র্যতার
ছোবলে আহত নিম্মমধ্যবিত্তের সংসার ।
তুমি কি আমাদের ছেড়ে দেবেনা!
আমরা মুক্তি চাই,চাই সভ্যতার বিশুদ্ধায়ন,
আমরা বাঁচতে চাই পর্যাপ্ত অক্সিজেনে।
হেঃ আমাদের প্রভু ,হে পরওয়ারদিগার
তোমার অসীম কৃপার প্রতিক্ষায়,
এই অদৃশ্য মৃত্যু দানবের সমাপ্তি দাও।
রচনা কালঃ মধ্যাহ্ন ১২।১৪ মিনিট
২৫ ই জুন শুক্রবার ২০২১ খৃষ্টাব্দ
১১ ই আষাঢ় ১৪২৮ সাল
গাজীপুর,বাংলাদেশ থেকে
© Copyright সংরক্ষিত ®