কবিরা !
একটি জাতির পুনরুদ্ধারের Weapon,
সমাজের এবং রাষ্ট্রের অনির্ধারিত
অপরিহার্য সঞ্চালক।
কবিরা !
নিপীড়িত মানবতার নেপথ্যের প্রতিচ্ছবি
পথভ্রষ্ট ফেরারি নাগরিকের
জৈবিক স্বপ্নদ্রষ্টা।
কবিরা !
প্রেমান্ধ যুবকের অতৃপ্ত বাসনার
সামগ্রিক রসদে ডুবে,
ভালোবাসার উল্কা ছড়ায়।
কবিরা !
সহিংস নীতিহীন যুদ্ধের বিরুদ্ধে
ঝাঁপিয়ে ধরে মানবিক কলম
মুক্তির প্রত্যাশায় ।
কবিরা !
আলোর মশালে ঘুনে ধরা সমাজ
বিনির্মাণে ছুটে চলা নির্ভীক
অতিথি সংস্কারক ।
কবিরা !
বিপ্লবী আত্মায় জাগা প্রাণ
সভ্যতার অনিন্দ্য বাতাবরণে
দুরন্ত বার্তাবাহক।
কবিরা !
আবেগী প্রেমের নির্মল হাসিতে
ছড়িয়ে দেয় ভালোবাসার
উষ্ণ বুলেট।
কবিরা !
নীল আকাশের অনিন্দ্যতায় বিশুদ্ধ
বাতাসের আলিঙ্গনে খুঁজে
অস্ফুট ফোয়ারা।
কবিরা !
ফুটন্ত অগ্নিলাভার পৃষ্ঠে দাঁড়িয়েও
সত্যবাদিতার হয়ে যায়
চিরন্তন উদাহরণ।
কবিরা !
অজস্র সংগ্রামে গুপ্ত শক্তির
নেপথ্যের মুল হাতিয়ার,বজ্রধ্বনিতে
কেঁপে তোলে বিউগল।
কবিরা !
সমাজ,ধর্ম,অর্থনীতি,ভুগোল
এবং পরিবেশ বিজ্ঞানের
সুনিপুণ দার্শনিক।
কবিরা !
স্বাধীন পতাকায় উড়ায় মানুষের
পক্ষে নিরাপদ নৈতিক
সাম্যবাদের কবিতা ।।
রচনা কালঃ মধ্যাহ্ন ২.১০ মিনিট
২৩ ই জুন বুধ্বার ২০২১ খৃষ্টাব্দ
৯ ই আষাঢ় ১৪২৮ সাল
গাজীপুর,বাংলাদেশ থেকে
© Copyright সংরক্ষিত ®