তোমার থেকে প্রাপ্ত বিরহের দুরবোধ্য সময় গুলো আজ থমকে দাঁড়িয়েছে,
আজ ল্যাম্প পোস্ট গুলো অবলীলায় প্রত্যাসন্ন হৃদয়ের অন্তর্গহীনে বাক রুদ্ধ,
আজ নির্বোধ'রা ভালোবাসার পঙক্তি সাজিয়ে প্রেমোত্তাপে দিক ভ্রষ্ট।
নির্লজ্জ স্বপ্নগুলো আজো অন্তর্দাহে পোড়ায় আমার ভেতর বাহির,
নিদাঘ তিয়াসায় অপূর্ণতার বক্ষপিঞ্জর ক্লান্তির দীর্ঘশ্বাসে বিমলিন।
এ প্রেম নয়, নয়তো আবেগের ফোয়ারায় অজস্র মৃত্যুর শুভ্র কফিন।
মানবের অদৃশ্য অন্তরাত্মায় জাগ্রত অগণন হাসবুনাল্লহা নি'য়মাল ওয়াকিল,
আজ কৈফিয়তের মিছিলে অসীম প্রেরণা,
সুমহান স্রষ্টার নির্দেশিত পথের সীমানায় আমি,
বিভাজিত আমার নফসে মুতমাইন্না ।।