আমি দেখি বা না দেখি!
আমি বুঝি বা না বুঝি!
আমি বলি বা না বলি!
আমি মানি বা না মানি!
আমি দ্রোহের আগুনে বিদ্রোহ ছড়াবই।
এবার, যেতে তোমাকে হবেই!
কেউ জানুক বা না জানুক!
কেউ তোমাকে চাক বা না চাক!
কেউ তোমাকে ভয় পাক বা না পাক!
কেউ আন্দোলনে নামুক বা না নামুক!
প্রকৃতি ও সময় তোমাকে হাড়াবেই।
এবার, যেতে তোমাকে হবেই!
ঘরে খাবার থাক বা না থাক!
ইন্টারনেট বন্ধ হোক বা না হোক!
প্রিয়তমা ভালো বাসুক বা না বাসুক!
কবি'রা লিখুক বা না লিখুক!
দুগ্ধ পোষ্য শিশুরাও জেগে উঠবেই।
এবার, যেতে তোমাকে হবেই!
অভ্যুত্থান হোক বা না হোক!
যুদ্ধের দামামা বাজুক বা না বাজুক!
বুলেট বুকে লাগুক বা না লাগুক!
মিডিয়ায় নিউজ আসুক বা না আসুক!
শহীদদের লাল রক্ত কথা বলবেই।
এবার, যেতে তোমাকে হবেই!
সময় আসুক বা না আসুক!
ফুল ফুটুক বা না ফুটুক!
প্রবাসীরা রেমিটেন্স পাঠাক বা না পাঠাক!
সংবিধানে কোটা থাক বা না থাক!
তোমার মিথ্যা অহমিকার দম্ভ চুর্ন হবেই।
এবার, যেতে তোমাকে হবেই!
তুমি ভাবো বা না ভাবো!
তুমি গুম করো বা না করো!
তুমি গুলি ছোড়ো বা না ছোড়ো!
তুমি মানুষ মারো বা না মারো!
তুমি মিথ্যা নাটক সাজাও যতই।
এবার, যেতে তোমাকে হবেই!
রাজপথে প্রতিবাদ হোক বা না হোক!
মিছিলে সাঈদ’রা ফিরে আসুক বা না আসুক!
বৈষম্যের টুটি চিপে ধরা বিস্ময়ে
জনতার বক্ষ বিদির্ন হোক বা না হোক
আমরা রক্তাক্ত ও বিক্ষত পতাকা উদ্ধার করবই।।
রচনা কালঃ রাত ১১.০০ মিনিট
২৯শে জুলাই সোমবার ২০২৪ খৃষ্টাব্দ
বাংলাদেশ থেকে
© Copyright সংরক্ষিত ®