মধ্যযুগীয় বর্বরতার রোষানল থেকে
এখনও পৃথিবী বেরিয়ে আসতে পারেনি!
এখনো পারেনি দাসত্বের শৃঙ্খল চূর্ণ করে
সভ্য একটি সমাজ উপহার দিতে।
পৃথিবী এখনও পূর্বের রুপেই দিকভ্রান্ত,
বিবর্তিত কেবল নির্যাতন আর জুলুমের ধরনটা।
পুঁজিবাদ,সাম্রাজ্যবাদী অক্টোপাসদের ধৃষ্টতায়
বিপর্যস্ত নিগৃহীত জনপদ।
তথাকথিত আদর্শের অস্পৃশ্য
বুক ফাটা আর্তনাদে প্রকম্পিত ভূপৃষ্ঠ,
অচেতন সময়ের টুটি চেপে ধরা নিস্ক্রিয় চেতনার প্রলুব্ধতায়
বিষন্ন বিকেল,আর ফেরারি পাখিরা বিড়ম্বনায়।
অসুস্থ বিবেকের বিষক্রিয়ায় হিমায়িত মৃত মনুষ্যত্ব
এখনো ফ্রিজার ভ্যানে বস্তাবন্দি,
আঁধারের প্রাচীর ঘেরা বারান্দায়,
এখনো নৈতিকতা অবক্ষয়ের শুভ্র কফিন!
যেখানে জড়বস্তবাদিরা প্রগতির শিক্ষার উন্নয়নে
বিশুদ্ধ বাতাসের প্রতীক্ষায় প্রতীকী সমাবেশে বিহ্বল,
রাষ্ট্রীয় সম্মানের প্রতিক্ষায় প্রবীণ অনলবর্ষীয়ান,বিউগল
বেজে ওঠে বিদগ্ধ আত্মার শান্তির জন্য ।
ঐশ্বর্য্যে লালিত কবিদের নির্লজ্জ কাব্যিক রসদে
জাতিসংঘের শান্তি মিশনের তন্দ্রা ভংগ হলেও
মানবাধিকার লংঘনে টনক নড়েনা বিলাসী প্রতাপশালী'র।
এখনো সন্তান হাড়া পিতার বক্ষ লোপাট হয়
অপরিসীম কষ্টের গভীর তীব্রতায়,
প্রেমান্ধ প্রেমিক খুঁজে ফেরে উত্তাল সমুদ্রে
আঁচড়ে পরা ঢেউয়ে প্রেমিকার বিবর্ণ মৃদু হাসি।
এখনো কিছু পাশবিক প্রেতাত্মা স্বাধীনতা আর
মানচিত্র খুবলে খাওয়ার নগ্ন উল্লাসে উন্মাদ,
রক্তাক্ত পতাকায় আঁকে রাক্ষুসে বিষাক্ত ছোবল চিত্র।