এসো এসো,এসো এই বেলায়,
আরও আপন করিবারে।
এসো তৃষ্ণার্ত,এসো আবেগের
ছলে দৃষ্টি নিবদ্ধ বাহুডোরে।।
এসো সুর্যস্নাত,এসো পল্লবিত
হৃদয়ের গহীনে গড়ি।
এসো কোমল,এসো কল্পনায়
আঁকি স্বপ্নের সিঁড়ি।।
এসো আঙিনায়,এসো কবিতায়
লিখি সব কথা।
এসো প্রেমিক,এসো স্বেচ্ছাচারী
ভুলিয়া দাম্ভিকতা।।
এসো নবীন,এসো প্রবীণ
সভ্যতার রুপকার।
এসো উচ্ছ্বাস,এসো উদ্ভাস
শুভেচ্ছার সমাহার।।
এসো সুবোধ,এসো দুর্লভ
জগৎ শ্রেষ্ঠ গুণী।
এসো রুদ্র,এসো উষ্ণ
একি সুতোয় বুনি।।
এসো পুস্প,এসো ধারা
শরত সমীরণে।
এসো প্রাপ্তি,এসো উদার
মায়াবী অনির্বাণে।।