এখনো স্বপ্নচারী আমি
বেঁচে থাকার তীব্র অভিপ্রায়ে,
এখনো খুঁজি সুখ,ক্ষণিকের
মিথ্যা প্রলোভনে ।
এখনো কবিতা খুঁজি
অগোছালো শব্দের কাননে,
এখনো ভাবি মম আমিত্ব,
হাড়ানো নীরব মননে।।
এখনো শিকলে বাঁধা
বেওয়ারিশ মানবিকতা,
এখনো রাষ্ট্র ভাষা মোর
পায়নি স্বাধীনতা।
এখনো মনের গভীরে
নীল ক্ষত জমা
এখনো নদীর স্রোতে
অনন্ত সুষমা।
এখনো ফিলিস্তিনে
পোড়ে ঘর বাড়ি।
রোহিঙ্গা শিবিরে আজ
কেন আহাজারি?
এখনো মানুষ মরে
খাবার বিহীন
পথের ধুলায় ওড়ে
দারিদ্র্য রঙিন।
এখনো রাতের কালোয়
জ্যোৎস্না হেরি,
বেদনার বেড়ি বাঁধে সাজা
কাব্য তরী।
এখনো প্রলয়ভ্রমে
উদাস প্রবীণ!
এখনো জ্বলন্ত চোখে
ক্ষিপ্ত নবীন?
শকুনি’র দাপটে এখনো
তপ্ত আকাশ,
ফ্যাসিস্ট’রা খুঁজে ফেরে
দুরন্ত নিবাস।
এখনো নিরন্ন কাঁদে
পথের পরে,
এখনো জাগেনি নেতা
ন্যায়ের তরে।
এখনো হিজল বনে
নবীজির ছায়া,
উদ্দীপ্ত লক্ষ তরুণ খোঁজে
স্বাপ্নিক মায়া।