উষ্ণ আবেগের নদীতে আর অবগাহন নয়
এবার চাই সভ্যতার পুঃন নির্মাণ,
সুস্থ জীবনের ব্যাপ্তি র লক্ষ্যে একটি বিকল্প পথ।
আমার নিজের ভেতরে নিজেকে আবিষ্কার করাটা খুবি জরুরী,
কিন্তু কি যেন এক অজানা মোহ আমায় আচ্ছন্ন করে রেখেছে।

আমি বেড়িয়ে আসতে চাই নির্জীব কল্পনার নিরানন্দ উদ্যান হতে।
বিষাদগ্রস্ত অহমিকা, নিজেকে নির্লিপ্ত করতে,সহস্র প্রার্থনা বিধাতার সমীপে।
তোমার নিরন্তর ভালোবাসায় অর্পিত,আমার সমস্ত সুগভীর বেদনা।
আত্মতুষ্টি নয় আত্মহনন-ই সমাপ্তির স্মারকলিপি রচিত হবে ?
জানিনা!!!

দারিদ্র্যতার উপকূলে,নিরন্ন আত্মার, অবিচ্ছিন্ন গগন বিদারী আর্তনাদে
টনক নড়েনা বিলাসী নগরীর।
শংকিত আমি;
বিদগ্ধ আমি;
নিদারুণ অবহেলায় তিক্ত আমার অন্তরাত্মা।

অতন্দ্রিত আঁখি যুগল স্বাপ্নিক যন্ত্রণায় যবনিকাপাতের প্রত্যাশায়.....
আমি ও মরুমায়া সাহারায় মরীচিকার একান্ত ও নিবিড় আলিঙ্গনের ধুম্রজালে নিবিস্ট।
মুক্ত করে দাও আমায়......
আমার সমস্ত হিনকর্মের মোহময়তা হতে,
হে পরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়।