একটি জাতির মেরুদণ্ড ভেঙ্গে গেলে সে কি আর দাঁড়াতে পারে?
আগের মত স্বনির্ভরতা হয়ত তার আর থাকেনা।
তবে ঘুণে ধরা সমাজ পুনঃনির্মানের দায়িত্ব যদি
অথর্ব আর বিকৃত মস্তিষ্কের উপর ন্যস্ত হয়,
তাহলে বুঝুন, বিপর্যয় ঠেকাতে কতটা দুরূহ ।

যেভাবে নেতা-নেত্রী কেতাদুরস্ত স্বভাবে,নেতৃত্বের দম্ভে,
বিত্তের বৈভবে, নিম্ন মধ্যবিত্তের সংসারে, ক্ষুধার দহন
সৃষ্টিতে অহর্নিশ ব্যস্ত, শুনেছি এরাই নাকি সমাজ
সংস্কারের নিত্য প্রয়োজনে সদা জাগ্রত!

সীমান্তের অভ্যন্তরে ভৌগোলিক,অর্থনৈতিক,রাজনৈতিক,
দৈহিক,মানসিক,প্রত্যাশা আর সম্ভাবনা র বিপর্যয় এখন
আর নৈমিত্তিক নয়,স্বৈরতন্ত্রীয় শাসনের পদাঘাতে
হয়েছে নৈবেদ্যতায় পরিণত ।

রাষ্ট্রীয় প্রতিপক্ষের সুনিপুণ নৈরাজ্য, তিল তিল করে
গ্রাস করে নেয় দেশদ্রোহীর অস্থিমজ্জা,
তথ্য ডাকাতদের দুর্বৃত্তায়নে সুগভীর পরিকল্পনায়,এখন
এখানে বিকৃত ইতিহাসের ঐতিহাসিক কেন্দ্র।

হাটে,মাঠে,ঘাঁটে,বন বাদাড়ে আর সৃষ্টিশীল নান্দনিক
শোভা সমৃদ্ধ প্রান্তরেও চলছে ভোগ-দখলের
অবিরাম কারসাজি,অধিকার ফিরে পাবার অনিশ্চিত
বার্তায় পেয়েছি দেশ দখলের ইঙ্গিত।

ভিনদেশী আগ্রাসনের বিরুত্তাপে অগ্নিগর্ভা
লোকালয়,বার্তাজীবীরা সাংঘাতিক অট্র হাসিতে,
পৈশাচিকতার চুড়ান্ত সীমায় পর্যুদস্ত,
গোলামীর বন্দেগী আজ তাদের জিন্দেগী।

জলোচ্ছ্বাস এর কবলে যেমন ঠেকানো যায়না, নদী ভাঙ্গন,
প্রেমান্ধ প্রেমিকের অকুতোভয় আহাজারি,
তৃষ্ণার্ত প্রেমিকার যুগল চোখে ছলনা নিংড়ানো জল,
মানবিক যুদ্ধে স্বেচ্ছায় পরাস্ত প্রতারক সৈনিক,
বিপর্যয়ে বিপর্যস্ত বিক্ষুব্ধ জনতার স্বাধিকার আন্দোলন।



রচনা কালঃ  মধ্যাহ্ন ২:৩০ মিনিট
৫ ই জুলাই সোমবার ২০২১ খৃষ্টাব্দ
২১শে  আষাঢ় ১৪২৮ সাল
গাজীপুর,বাংলাদেশ থেকে
© Copyright সংরক্ষিত ®