ঋতু বটে হেমন্ত!
সর্দি-কাশি জ্বর-জারি সব
প্রতি ঘরেই বাড়ন্ত!
বৃষ্টি গেছে শীত আসেনি,
আসবে বলে দোটানায়!
ভোর না হতেই শিউলি ঝরে
কুয়াশা আছে শীতটা নাই।
নামটা বটে হেমন্ত!
কোথায় শুরু কোথায় শেষ!
বিচ্ছিরি এক সময় কাটে
ঘাম, রোদ্দুর, রোগের ক্লেশ!