তোমাকে ভালবাসার কথা কেউ আমাকে বলেনি, তবু
আমি যেন সেই কবে থেকেই ভালবাসি তোমাকে, আজীবন।
কেউ বলেনি ফুলের সুবাস পেলে নাসিকা প্রসারিত করতে হয়
আকাশে রঙধনু দেখলে দৃষ্টিকে ছড়িয়ে দিতে হয়, আর
বৃষ্টির ফোঁটার সাথে উৎফুল্ল হতে হয়, কেউ বলে নি।
বন-বাদারে ঘুরতে গেলে নিজেকে হারাতে হয় মনে মনে
সবার মাঝেও আনমনা হতে হয় মরুভূমি বা সাগর দেখলে
পদতল দুলে উঠলেই হাত বাড়িয়ে অবলম্বন খুঁজতে হয়,
এসব কথা কেউ বলে নি আমাকে; জীবনের গ্রন্থ পড়ে বুঝেছি।
সেভাবেই আজ বুঝি, তোমার ভালবাসার চাদরে
আপাদমস্তক ঢেকে আছে আমার চৈতন্য আমার জীবন।