ফুটপাতের সেই ছেলেটা—
খালি গায়ে উলঙ্গ প্রায়,
বসে বসে দিনের বেলা ঝিমায়;
“কিরে শরীর খারাপ?”
না,
কোনো রকমে শব্দ কোরে
আবার বসে বসে ঝিমায়।
মাঝে মাঝে হাতটি নাড়ে—
যেন স্বপ্ন খুঁজে বেড়ায়।
মনের মতো স্বপ্ন পেলে
হেসে উঠে নড়ে চড়ে বোসে,
গালের পাশে গড়িয়ে পড়া
নাল গুলো নেয় শুষে।
“মা”, বোলে শব্দ কোরে-
হাত পা ছেড়ে দিয়ে,
আবার কাত হয়ে শোয়।
স্বপ্নে যেন মায়ের
কোলটি খুজেঁ পায়।।