কবিতা তোমার জন্য
এই কবিতা ।।
কবিতার তো বয়স নেই,
তাই কবিতা চির নবীন ।
আমিও তরুন ছিলাম,
আমিও ছিলাম তোমার মতো,
তারুন্যে ভরা যুবক।
কত পথ আমরা চলেছি,
একে অপরের হাত ধরে।
কত গান গেয়েছি, হেসেছি, কেঁদেছি ;
ভেসেছি সুখ দুঃখের ভেলায়
বলেছি কত ভালোবাসার কথা
রেখেছি হাতে হাত ;
চলেছি অনেক যোজন পথ
মিলিয়ে উভয়ে কাঁধে কাঁধ ।।
আজ আমি বৃদ্ধ, তুমি তো---
চির তরুন !!
তবু তুমি ভোলোনি আমায়, আর ভোলোনি বলেই----
কবিতা তোমার জন্য ;
এই কবিতা ।।